thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে বাংলাদেশি পুলিশ

২০১৩ ডিসেম্বর ২৮ ১৬:০৫:২৭
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে বাংলাদেশি পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছেছে ৭২ জন বাংলাদেশি পুলিশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দক্ষিণ সুদানে শান্তিরক্ষীর সংখ্যা সাত হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বাংলাদেশি পুলিশ সদস্যদের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে বিমানে করে দেশটির রাজধানী জুবায় পাঠানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এসব পুলিশ কর্মকর্তা জনতার ভিড় মোকাবেলা ও নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত।

দক্ষিণ সুদানে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতে বাস্তুহারা হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ। তাদের অধিকাংশই জাতিসংঘের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর