thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘সরকার জনগণের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করেছে’

২০১৩ ডিসেম্বর ২৮ ১৬:০৯:২৯
‘সরকার জনগণের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বানচালের লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার মানুষের জনস্রোত ঠেকাতে দেশব্যাপী গণপরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে রাজধানী ঢাকা গোটা দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি জেলাশহর ও মহানগরগুলোকেও উপজেলা ও থানা থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশব্যাপী যেন সরকারের অঘোষিত হরতাল বা ১৪৪ ধারা চলছে। তিনি বলেন, সরকার প্রশাসনযন্ত্রের সাহায্যে জনগণের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করেছে।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজধানী ঢাকার সকল আবাসিক ও খাবার হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির নামে ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে হোটেলে কোনো মানুষ প্রবেশ ও অবস্থান করতে না পারে। পাশাপাশি যৌথবাহিনীর মাধ্যমে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা, বেআইনি তল্লাশির নামে আসবাবপত্র ভাংচুর, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, পরিবারের পুরুষ সদস্য ও মহিলাদের গ্রেফতার, অশালীন আচরণ এবং জুলুম-নির্যাতনের এক নজিরবিহীন ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

ফখরুল বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আমাদের বিনীত প্রশ্ন- আর কত বড় ধরনের মানবাধিকার লঙ্ঘিত হলে তা আপনাদের দৃষ্টিগোচর হবে। তিনি বলেন, দেশের শতকরা ৯০ ভাগ মানুষের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিকে অগ্রাহ্য করে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগামী ৫ জানুয়ারি যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে তা সরকারের জন্য হিতে বিপরীত হবে। দেশের সুশীল সমাজ ও বিজ্ঞ নাগরিকদের মতামতকেও গুরুত্ব না দিয়ে যেভাবে ক্ষমতার দম্ভ দেখানো হচ্ছে তার অশুভ পরিণতি কারো জন্যই কাম্য নয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখনও পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও তার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়সহ নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সরকার কর্তৃক অবরুদ্ধ এবং নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা একদলীয় ও ফ্যাসিস্ট সরকারের গণতন্ত্রের বিকৃত নমুনা হিসেবেই জনগণ মনে করে।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (শুক্রবার) দেশনেত্রী খালেদা জিয়া পুনরায় দেশবাসীর উদ্দেশে আওয়ামী শাসকের হাতে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের স্বার্থে দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঢাকায় আসার জন্য ডাক দিয়েছেন। তা সফল করতে যেকোনো বাধা-বিপত্তি অতিক্রম করে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের বিজয় অত্যাসন্ন।’

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর