thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

সৌদি আরবে বাংলাদেশিসহ ৩ শ্রমিক নিখোঁজ

২০১৩ ডিসেম্বর ২৮ ১৭:১২:৫৪
সৌদি আরবে বাংলাদেশিসহ ৩ শ্রমিক নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার দেশটির একটি সামুদ্রিক তেলকূপে ড্রিলিং রিগ ডুবে যায়। এ সময় ওই রিগে কর্মরত এক বাংলাদেশি ও দুই ভারতীয় শ্রমিক নিখোঁজ হয়েছেন। অন্য শ্রমিকরা আহত হন।

ড্রিলিং রিগটির মালিক সৌদি আরবের বৃহৎ তেল কোম্পানি আর্মকোর এক বিবৃতিতে বলা হয়, আল সাফিয়ান অঞ্চলে বিশ্বের বৃহত্তম ওই তেলকূপে শুক্রবারের দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে তিন জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুইজন ভারতীয় এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

এসপিএ সংবাদ সংস্থার প্রকাশিত ওই বিবৃতিতে আর্মকোর পক্ষ থেকে বলা হয়, নিখোঁজ কর্মীদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

আর্মকো জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি এ দুর্ঘটনার ফলে কোম্পানিটির উৎপাদনকার্যে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানানো হয় কোম্পানিটির পক্ষ থেকে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর