thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাদালকে হারিয়ে ফাইনালে ফেরার

২০১৩ ডিসেম্বর ২৮ ১৭:৪০:০৪
নাদালকে হারিয়ে ফাইনালে ফেরার

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শণীর ফাইনালে উঠেছেন ডেভিড ফেরার। প্রতিযোগিতার সেমিফাইনালে তিনি হারিয়েছেন বিশ্বসেরা রাফায়েল নাদালকে।

গত ১১ নভেম্বর বিশ্ব ট্যুর ফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের পর প্রথম কোনো ম্যাচে পরাজিত হয়েছেন নাদাল। কোর্টের লড়াইয়ে ফেরারের বিপক্ষে সুবিধা করতে পারেননি নাদাল। তাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ফেরার।

হারলেও ফেরারের প্রশংসা করেছেন নাদাল।বলেছেন, ‘ম্যাচে বেশকয়েকটি সুযোগ পেয়েছি আমি। কিন্তু আমার চেয়ে দারুণ খেলেছেন ফেরার। আমার ভুল হলেও তার কোনো ভুল ছিল না। ফেরারের বিপক্ষে প্রথম খেলেছি। যাই হোক, নিজের খেলার ধরন নিয়ে খুশি আমি।’

ফাইনালে ফেরার মুখোমুখি হবেন নোভাক জকোভিচের। জো-উইলফ্রেড সোঙ্গাকে ৭-৬ (৭/৫) ও ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি।

(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর