thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

১০-এ জামাল

২০১৩ ডিসেম্বর ২৮ ১৮:১০:২২
১০-এ জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ম্যাকলেওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপের সেরা ১০ এ উঠেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে ৫ ধাপ এগিয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ১৫তম স্থানে থেকে শেষ করেছিলেন জামাল।

বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন সোহেল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেললেও এগুতে পারেননি। আগে ২ রাউন্ডে খারাপ খেলায় ৬৩তম স্থান থেকে ৫৯তম স্থানে উঠেছেন তিনি।

তৃতীয় রাউন্ডে জামাল প্রথম ও দ্বিতীয় হোলে বার্ডি পেয়েছেন। তবে নবম ও ১১তম হোলে ২টি বোগি করেছেন। ১৬তম হোলে এসে ঈগল পেয়েছেন জামাল। ৩ রাউন্ড মিলিয়ে ৪ শট কম খেলেছেন পিজিটিআই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা গলফার।

টুর্নামেন্টে বাংলাদেশের অপর গলফার সোহেল তৃতীয় রাউন্ডে ৩টি বার্ডি আদায় করে নিলেও বোগি করেছেন ২টিতে। শেষ পর্যন্ত ৭১ শটে খেলা শেষ করলেও ৩ রাউন্ড মিলিয়ে ১১ শট বেশি খেলেছেন তিনি। অন্যদিকে তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেলেছেন স্বাগতিক গলফার অনির্বাণ লাহিড়ি। পারের চেয়ে ৭ শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষ করেছেন গলফার।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর