thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিরোপা স্বপ্ন শেষ আবাহনীর

২০১৩ ডিসেম্বর ২৮ ১৮:৩২:০৮
শিরোপা স্বপ্ন শেষ আবাহনীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মোহামেডানের কাছে ৮ উইকেটে হারায় বিজয় দিবস

টোয়েন্টি২০ টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনীর। ম্যাচ

সেরা নুরুল হাসানের অপরাজিত ৭৯ রানেই জিতেছে মোহামেডান।

এ জয়ে মোহামেডানের পয়েন্ট তালিকায় যুক্ত হয়েছে ৬ পয়েন্ট । আর আবাহনীর

পয়েন্ট ২। প্রতিটি দলের আর ১ টি করে ম্যাচ বাকি আছে। আবাহনী শেষ ম্যাচে

জয় পেলে হবে ৪ পয়েন্ট। মোহামেডান-আবাহনী ম্যাচটি শুরু হওয়ার আগেই

প্রাইমব্যাংকের পয়েন্ট ছিল ৬। অর্থাৎ আবাহনী আরেকটি জয় পেলেও ফাইনালে

খেলেতে পারবে না।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে মোহামেডান। ইনজুরির জন্য

মুশফিক একাদশে থাকতে পারেননি। তাকে ছাড়াই খেলেছে আবাহনী।

স্কোর বোর্ডে জয় পাওয়ার মতো রান যোগ করেছে আবাহনী। সৌম্য সরকারের ৫২,

মিজানুরের ৪১, অধিনায়ক মাহমুউল্লাহ রিয়াদের ২৯ রানে ২০ ওভারে ৬ উইকেট

হারিয়ে ১৭১ রান তুলেছে ধানমন্ডির দলটি। দেওয়ান সাব্বির ৩ উইকেট পেয়েছেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নুরুলের ৪৭ বলে ১০ চার ও ২ ছক্কায় করা অপরাজিত ৭৯ রানের সঙ্গে জুনায়েদ সিদ্দিকীর ৪১ রানে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর :

আবাহনী: ১৭১/৬; ২০ ওভার (সৌম্য সরকার ৫২, মিজানুর ৪১, মাহমুদউল্লাহ ২৯;

সাব্বির ৩/৪১)

মোহামেডান: ১৭২/২; ১৯ ওভার (নুরুল ৭৯*, জুনায়েদ ৪১)

ফল : মোহামেডান ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : নুরুল হাসান (মোহামেডান)

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর