thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৪৯

২০১৩ অক্টোবর ২৭ ১৮:০৭:৪৬
ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৪৯

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরাকের বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় রবিবার সিরিজ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির উত্তর শহর মসুলে সৈন্যরা সরকারি একটি ব্যাংক থেকে বেতন তোলার সময় আত্মঘাতী গাড়ি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। হামলাটি আল-কায়েদাপন্থী একটি সুন্নি দল করেছে বলে প্রশাসনের ধারণা।

এছাড়া বাগদাদজুড়ে গাড়িবোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। বিভিন্ন শিয়া অধ্যুষিত এলাকায় রাস্তায় পার্ক করা গাড়িতে বোমা পুঁতে রেখে এ বিস্ফোরণগুলো ঘটানো হয়।

জাতিসংঘের হিসাব মতে ইরাকে ভিন্ন ভিন্ন সন্ত্রাসী হামলায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক হাজার নিহত ও দুই হাজারেরও বেশি লোক আহত হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর