thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহবান জামায়াতের

২০১৩ ডিসেম্বর ২৮ ১৯:৪৫:০১
‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহবান জামায়াতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের গণগ্রেফতার ও হামলা-মামলা উপেক্ষা করে ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে তিনি শনিবার সন্ধ্যায় এ আহবান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার জনগণের জাগরণ ঠেকানোর জন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে দেশকে অচল করে দিয়েছে। বাস, ট্রেন, লঞ্চ বন্ধ করে মানুষের স্বাভাবিক চলাচলের পথ রুদ্ধ করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য জনতা সব বাধা অতিক্রম করে ১৮ দলীয় জোট ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকায় সমবেত হচ্ছে। সরকারের সব বাধা-প্রতিবন্ধকতা মোকাবেলা করে জনগণ যেকোনো মূল্যে এ কর্মসূচি সফল করে তুলবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে, গণহত্যা চালিয়ে, ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। আপনারা জনগণের রক্তে পবিত্র জমিন রঞ্জিত না করে পদত্যাগ করে দেশের মানুষকে মুক্তি দিন। গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতার জোরে আপনারা যা করছেন, তার হিসাব জনগণ আদায় করে ছাড়বে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে এ জামায়াত নেতা বলেন, ‘আপনারা এ দেশেরই নাগরিক। দেশের মানুষ আপনাদের আপনজন। অবৈধ, অগণতান্ত্রিক সরকারের নির্দেশে আপনারা জনতার মুখোমুখি দাঁড়াবেন না। আপনারা রাষ্ট্রের ও নাগরিকদের নিরাপত্তার জন্য সেবক হিসেবে ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আপনাদের সে অঙ্গীকার পালন করুন। দলীয় স্বার্থ হাসিলের জন্য ব্যবহৃত হয়ে রাষ্ট্রকে ধ্বংস করার আওয়ামী ষড়যন্ত্রের হাতিয়ারে পরিণত হবেন না।’

দেশ, গণতন্ত্র, সংবিধান ও মানুষের ভোটাধিকার রক্ষার উদ্দেশ্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনতাকে রাজধানীর নয়াপল্টনে সমবেত হওয়ার আহবান জানিয়ে ডা. শফিক বলেন, ‘জনতার চূড়ান্ত ত্যাগের বিনিময়ে গণতন্ত্র মুক্তি পাবে, মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, স্বৈরাচারের মূলোৎপাটন হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর