thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

রেলের লেভেল ক্রসিং উন্নয়নে ভারতীয় ঋণ

২০১৩ ডিসেম্বর ২৮ ২১:১২:৪৮
রেলের লেভেল ক্রসিং উন্নয়নে ভারতীয় ঋণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতীয় ঋণ সহায়তায় প্রতিস্থাপন এবং আধুনিকায়ন করা হবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঢাকা-চট্রগ্রাম সেকশনের তিনটি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা। এর মধ্যে ভারতীয় ডলার ক্রেডিট লাইন থেকে ব্যয় করা হবে ২৯ কোটি ৮১ লাখ ৩ হাজার এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ৯ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, ২০১০ সালের ৭ আগষ্ট ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। সেখান থেকে এ প্রকল্প বাস্তবায়নের জন্য জন্য ৩ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রেলের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা সচিব ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ভুঁইয়া সফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, রেলপথ মন্ত্রনালয় থেকে প্রস্তাব পাওয়ার পর গত ১ আগস্ট এ প্রকল্পটির উপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকল্পটি পুনর্গঠনের সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে পুনর্গঠিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পাওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদনের সুপারিশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের কারণে বর্তমান স্থগিত থাকা একনেক আবার শুরু হলেই এটি অনুমোদন দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনুমোদন পেলে ২০১৬ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কাজ শেষ করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, আশুগঞ্জ-আখাউড়া সেকশন বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্রগ্রাম প্রধান করিডোরের অংশ। সময়ের চাহিদার অধিক সংখ্যক যাত্রীবাহী ট্রেন পরিচালনা, মালামাল পরিবহন, কন্টেইনার ট্রেন পরিচালনার লক্ষ্যে অপারেশন কার্যক্রম নিরাপদ ও সহজতর করার উদ্দেশ্যে ঢাকা চট্রগ্রাম রেলওয়ের অধিকাংশ স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা বিভিন্ন প্রকল্পের আওতায় আধুনিকীকরনের পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহন করা হয়েছে। আশুগঞ্জ-আখাউড়া সেকশনের তাল শহর, ব্রাক্ষ্মণবাড়িয়া ও পাগাচং- এই ৩টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা বহু পুরাতন ও জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রতিস্থাপনপূবর্ক আধুনিকীকরণ করা জরুরি হয়ে পড়েছে।

এ সেকশনের সিগন্যালিং ব্যবস্থা আধুনিকীকরণ করা হলে ঢাকা-চট্রগ্রাম সেকশনের ট্রেন অপারেশন নিরাপদ ও সহজতর হবে। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা অপারেশন কার্যক্রম সহজতর করার ফলে ভবিষ্যৎ চাহিদার জন্য অধিকসংখ্যক যাত্রী, মালামাল এবং কন্টেইনার ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। ভারতীয় ডলার ক্রেডিট লাইনের আওতায় এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রমগুলো হচ্ছে, সিগন্যাল যন্ত্রপাতি সংযোজনপূর্বক আশুগঞ্জ-আখাউড়া সেকশনের ৩টি স্টেশনের (তালশহর, ব্রাক্ষ্মনবাড়িয়া ও পাগাচং) সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণ, ৩টি স্টেশনে ব্যাটারী রুম, ইক্যুইপমেন্ট রুম ও জেনারেটর রুম স্থাপন, ২টি লেভেল ক্রসিং গেটের মানোন্নয়ন এবং অফিস ফার্নিচার ও ইক্যুইপমেন্ট সংগ্রহ করা।

এটি বাস্তবায়নে বছর ভিত্তিক অর্থ বরাদ্দ ধরা হয়েছে- ২০১৩-১৪ অর্থবছরে ১১ কোটি ২৩ লাখ ৩৯ হাজার টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২৫ কোটি ৬৭ লাখ ৬২ হাজার এবং ২০১৫-১৬ অর্থবছরে ২ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/জেজে/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর