thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহবান খেলাফত আন্দোলনের

২০১৩ ডিসেম্বর ২৮ ২১:১৬:২৭
‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহবান খেলাফত আন্দোলনের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোট ঘোষিত রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি যেকোনো মূল্যে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক জরুরি বৈঠকে আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ এ আহ্বান জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দলটির প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দীন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় শনিবার সন্ধ্যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দেওয়াসহ ধারাবাহিক ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। এ সরকারের কাছে জনগণ, দেশ, দেশের স্বাধীনতা ও ইসলাম কিছুই নিরাপদ নয়।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘মহাজোট সরকার সংবিধানের কুখ্যাত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণআস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে আল্লাহর হক নষ্ট করেছে।এবং তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে খেয়াল খুশি মত ভোট ও ভোটারবিহীন নির্বাচনের ঘোষণা দিয়ে জনগণের সাংবিধানিক অধিকার ভোট প্রদানের হক নষ্ট করেছে।’

(দ্য রিপোর্ট/কেএ/আইজেকে/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর