thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গুলশান ও বংশালে মাদকসহ গ্রেপ্তার পাঁচ

২০১৩ ডিসেম্বর ২৮ ২২:১২:৫০

দ্য রিপোর্ট প্রতিবেদক : থার্টিফার্স্ট নাইটকে কেদ্র করে রাজধানীর গুলশান ও বংশাল এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তারা বিয়ার ও মদসহ ৫ জানকে আটক করেছে তারা।

গুলশান উত্তরা ও বংশাল এলাকায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে অটক করেছে। আটকরা হলেন- শাহীন হোসেন (২৮), আলাউদ্দিন, ওরফে সোহেল (৩০), নুর হোসেন ওরফে ভুট্টো (২৩), জাকির হোসেন (১৯) ও শায়েদ (৩৬)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর জানান, শনিবার সকালে গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ ক্যান বিদেশী বিয়ার ও একটি প্রাইভেট কারসহ শাহীন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে উত্তরা সার্কেলের একটি টিম উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিলাতি মদসহ আলাউদ্দিন, ওরফে সোহেল, নুর হোসেন, ওরফে ভুট্টো ও জাকির হোসেনকে গ্রেপ্তার করেন।

এদিকে কোতোয়ালি সার্কেলের অপর একটি টিম বংশাল এলাকায় অভিযান চালিয়ে ২০০ এ্যাম্পুল ইনজেকশনসহ সায়েদকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টিফার্স্ট নাইটকে সামনে রেখে বিশেষ অভিযান জোরদার করেছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/জেএম/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর