thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘লাখো মানুষ মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দেবে’

২০১৩ ডিসেম্বর ২৮ ২৩:৪৭:৫৯
‘লাখো মানুষ মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দেবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যত বাধা আসুক না কেন, গণতন্ত্রকামী লাখো লাখো মানুষ ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক জরুরি সংবাদ সম্মেলনে শনিবার রাত সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে স্বৈরশাসক উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নেত্রীকে অবরুদ্ধ করে না রাখে, তাহলে তিনি অবশ্যই ‘গণতন্ত্র অভিযাত্রায়’ যোগ দিবেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বাসায় অতিরিক্ত পুলিশ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগদানে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়ার জন্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/ এমডি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর