thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

`সরকার অগণতান্ত্রিক আচরণ করছে’

২০১৩ ডিসেম্বর ২৯ ০০:০৫:১২
`সরকার অগণতান্ত্রিক আচরণ করছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ও অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রটোকল প্রত্যাহার করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টি ( জাফর-মসীহ) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব সাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন,‘ সরকার অগণতান্ত্রিক আচরণ করছে।’

বিবৃতিতে তারা বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সরকারকে অবশ্যই বিরোধীদলীয় নেতার সঙ্গে এ ধরনের অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত থাকা উচিৎ। পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি তাকে (খালেদা জিয়া) পালন করতে দেয়া উচিত।

তারা বলেন, সরকার কোন দল বা ব্যক্তির মত প্রকাশ বা অবাধ চলা-ফেরার শাসনতান্ত্রিক স্বাধীনতা দলীয় স্বার্থে হরণ করতে পারে না। এ সকল বিষয়ে সরকারকে অবশ্যই শাসনতান্ত্রিক নির্দেশনা মেনে চলতে হবে।

(দ্য রিপোর্ট/ সাআ/এমডি/ ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর