thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দেশে মধ্যবর্তী নির্বাচন হবে না : শেখ সেলিম

২০১৩ ডিসেম্বর ২৯ ০২:১৪:৩০
দেশে মধ্যবর্তী নির্বাচন হবে না : শেখ সেলিম

গোপালগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার তার মেয়াদ পূর্ণ করবে। দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না।

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর হাইস্কুল মাঠে শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, পাঁচ জানুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। পাঁচ জানুয়ারির পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে দেশের সকল যুদ্ধাপরাধীর বিচার করা হবে।

তিনি বলেন, লংমার্চের নামে বিরোধী দলকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। বিরোধী দল আন্দোলনের নামে ১২০ জনকে হত্যা করেছে, বৃক্ষ নিধন করেছে, রাস্তাঘাট কেটে নষ্ট করেছে, রেল লাইন উপড়ে ফেলে দেশের সম্পদ নষ্ট করেছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম বাবু সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জাসদ সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/এসবিমি/এসবি/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর