thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জাপা নির্বাচনে যাবে না : ববি হাজ্জাজ

২০১৩ ডিসেম্বর ২৯ ০৩:০০:৫৮
জাপা নির্বাচনে যাবে না : ববি হাজ্জাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, ‘জাতীয় পার্টি (জাপা) ৫ জানুয়ারির নির্বাচনে যাবে না। যারা জাপার নামে নির্বাচনে যাবেন, তারা নিজ দায়িত্বে যাবেন।’

পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ তাকে (ববি হাজ্জাজ) এ কথা জানিয়েছেন বলে লন্ডন থেকে পাঠানো এক বার্তায় দাবি করেছেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন, আওয়ামী লীগের উদ্যোগে ৫ জানুয়ারির যে নির্বাচন হবে, তাতে তিনি বা তার দল অংশ নিবেন না। জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে না। এটা জাপার সাংবিধানিক অধিকার।’

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য সরকার হেনো কোনো কাজ নেই যা করেনি। তিনি তার কথায় অটল আছেন। তাকে প্রেসিডেন্ট পার্ক থেকে তুলে নিয়ে সিএমএইচে আটকে রাখা হয়েছে।’

ববি বলেন, ‘লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আমি নিজে সে চিঠি দিয়ে এসেছি। মনোয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছেন পার্টি চেয়ারম্যান। তা করতে দেওয়া হয়নি। এত লজ্জাজনক অধ্যায়ের পরও কি একটি নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে?’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ অনিবার্য এক বাস্তবতা। তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’জনেই জাতীয় পার্টিকে কাছে পেতে চান, নিজ নিজ স্বার্থে।’

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর