thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

যাত্রাবাড়ীতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র লক্ষণ নেই

২০১৩ ডিসেম্বর ২৯ ০৯:১০:১৫
যাত্রাবাড়ীতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র লক্ষণ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকাল ৯টা পর্যন্ত ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কোনো লক্ষণ দেখা যায়নি। কর্মজীবী মানুষের ব্যস্ততা লক্ষ্য করা গেলেও জাতীয় পতাকা হাতে নিয়ে কোনো লোক রাজধানী অভিমুখে প্রবেশ করেননি।

রিকশা, সিনজি অটোরিকশা ছাড়া অন্য কোন গণপরিবহন চলাচল না করায় সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে সরকার নিয়ন্ত্রিত কয়েকটি বিআরটিসি বাস চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজ, পোস্তগোলা ও গাবতলী বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখা গেছে।

এ ছাড়া যাত্রাবাড়ীর প্রতিটি মোড়ে একাধিক পুলিশ ও র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। যৌথবাহিনীর টহলের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি যাত্রাবাড়ী থানা এরিয়ায় মোতায়েন করা হয়েছে। ব্যাপক তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার হাজতখানা ইতোমধ্যে ভরে গেছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আটকদের নাম ও ঠিকানা জানাতে রাজি হননি থানার ডিউটি অফিসার।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর