thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

শেরপুরে নির্বাচন অফিসে আগুন

২০১৩ ডিসেম্বর ২৯ ১১:৫৬:৫২
শেরপুরে নির্বাচন অফিসে আগুন

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের দোতলায় অবস্থিত সদর উপজেলা নির্বাচন অফিসে রবিবার সকালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বেশ কিছু খসড়া ভোটার তালিকা, তিনটি চেয়ার, একটি টাইপ রাইডারসহ নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র পুড়ে গেছে। দোতলার ভাঙা জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন অফিসের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে অফিসের তালা ভেঙে সেখানে উপস্থিত পুলিশ ও অফিসের লোকজন আগুন নেভায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে সকালে সাড়ে ৮টায় এসে দেখি পেছনের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, আগুন নিভিয়ে ফেলার পর আমরা এসেছি। তদন্ত করে দেখার পর বলা যাবে কি জন্য আগুন লেগেছিল।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর