thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ মাইন উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৯ ১২:৪১:৩৮
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ মাইন উদ্ধার

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত থেকে ৩৯টি মাইন উদ্ধার করেছে বিজিবি। শনিবার সারাদিন অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। রবিবারও জেলার দোছড়ি ইউনিয়নের আষাঢ়তলী সীমান্তে বিজিবির অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, শনিবার সারাদিন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪২ থেকে ৪৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি স্পেশাল টিমের সদস্যরা ৩৯টি মাইন (আইডি) উদ্ধার করেছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকে সীমান্তে মাইন স্থাপনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান জেলার সঙ্গে মিয়ানমারের ১৮৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ডে নব্বইয়ের দশক থেকে মাইন স্থাপন করে আসছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। মাইন বিস্ফোরণে সীমান্ত অঞ্চলে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মিয়ানমারের স্থাপন করা ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক দুদেশের স্থানীয় নাগরিক।
আষাঢ়তলী ইউপি মেম্বার নূর হোসেনসহ স্থানীয়রা দ্য রিপোর্টকে জানান, সীমান্ত অঞ্চলের মানুষেরা গাছ কেটে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সীমান্তের মানুষেরা লুনপিন বাহিনীর স্থাপিত মাইন বিস্ফোরণের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
(দ্য রিপোর্ট/এএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর