thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আটক ৮

২০১৩ ডিসেম্বর ২৯ ১৩:০৫:৪৯
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আটক ৮

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের শোকর আলীর ছেলে শিবিরকর্মী আল মাদানী (২১), একই গ্রামের সামছুর রহমানের ছেলে শামীম হোসেন (২৮), চালিতাঘাটা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম বাবু (২৭), মাঝাট গ্রামের জাবেদ আলীর ছেলে মোশারফ হোসেন (৪৫), দেবহাটা উপজেলার সুবর্ণবাদ পুঁটিমারী গ্রামের আবুল খানের ছেলে মুকুল খান (৩২), তালা উপজেলার তৈলকুপি গ্রামের নূর আলীর ছেলে মহিব মোল্লা, দুধলি গ্রামের জহির উদ্দিনের ছেলে জিয়ারুল সরদার (৩০) ও একই গ্রামের ইউসুফ মোড়লের ছেলে সেলিম মোড়ল (৩০)।

জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টি করতে পারে- এমন অভিযোগে যৌথবাহিনী তাদের আটক করেছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর