thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

মেক্সিকোতে গলাকাটা ৫ লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৯ ১৩:২১:৪৬
মেক্সিকোতে গলাকাটা ৫ লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : পশ্চিম মেক্সিকোতে গলাকাটা ৫ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের ফেলে রাখা চিঠিও পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্মকর্তারা। খবর আল জাজিরার।

এছাড়া লাশগুলোর পাশে পরিত্যক্ত অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও পাওয়া যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো।

শনিবার সকালে মেক্সিকোর মিসোক্যান প্রদেশে ভিন্ন ভিন্ন স্থান থেকে এ সব লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশগুলোর মাথা তাদের পাশেই পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

প্রদেশটির প্রধান প্রসিকিউটর মার্কো ভিনিসিও অ্যাগুইলেরা জানান, শনিবার সকালে তারিমবারো এলাকায় ৩টি লাশ পাওয়া যায়। এর মাত্র এক ঘণ্টা পর মরেলিয়া পাবলিক স্কয়ারে পাওয়া যায় আরো ২টি লাশ।

মেক্সিকোর অন্য প্রদেশের তুলনায় মিসোক্যান প্রদেশটিতে চলতি বছরে হত্যাকাণ্ডের হার অনেক বেড়েছে।

গত মাসেও প্রদেশটির সীমান্ত এলাকায় একটি গণকবর থেকে বেশ কিছু মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর