thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

দিল্লিবাসীর সমস্যা সমাধানের পথ খুঁজছেন কেজরিওয়াল

২০১৩ ডিসেম্বর ২৯ ১৩:৩৪:৩৭
দিল্লিবাসীর সমস্যা সমাধানের পথ খুঁজছেন কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির জনগণের সমস্যা ও অভিযোগ চিহ্নিতকরণ ও তার সমাধানের পদ্ধতি খুঁজে বের করেতে ১০ দিন সময় নেবেন বলে ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র এক দিনের মাথায় এ ঘোষণা দিলেন আম আদমি দলের এ নেতা।

তিনি বলেন, ‘সমস্যা সমাধানের একটি পদ্ধতি বের করার পরেই তিনি জনগণের আবেদন গ্রহণ করবেন।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আপনাদের মিথ্যা নিশ্চয়তা দিতে চাই না। আমি আপনাদের আবেদন তখনই নিবো যখন আমি তা সমাধানের একটি পদ্ধতি বের করতে পারবো।’

রবিবার কেজরিওয়ালের বাসভবনের সামনে বিভিন্ন সমস্যা নিয়ে জড়ো হওয়া জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সমস্যা সমাধানের রাস্তা খুঁজে রের করতে আপনাদের সমর্থন প্রয়োজন। আপানাদের সমর্থন ছাড়া আমি সমস্যা সমাধান করতে পারবো না।’

তিনি বলেন, ‘আমরা সবেমাত্র ক্ষমতা নিলাম। তাই আপনাদের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে আমাদেরকে আরো ৭ থেকে ১০ দিন সময় নিতে হবে।’

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর