thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সংঘাতময় অভিযানে ইরাকের সুন্নি এমপি আটক

২০১৩ ডিসেম্বর ২৯ ১৫:১৪:৫৬
সংঘাতময় অভিযানে ইরাকের সুন্নি এমপি আটক

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের বিশিষ্ট সুন্নি এমপি আহমেদ আল আলওয়ানিকে আটক করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। শনিবার এক সংঘাতময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খবর রয়টার্সের।

পশ্চিমাঞ্চলের প্রদেশ আনবারের রামাদি শহরে পরিচালিত এ অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলওয়ানির সমর্থকদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ৫ সমর্থক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।

কর্মকরতারা জানিয়েছেন, শিয়া সমর্থিত নূরে আল মালিকির সরকারের বিরুদ্ধে সুন্নি আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার রামাদি শহরের কেন্দ্রে অবস্থিত আলওয়ানির বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সন্ত্রাসবাদের দায়ে নিরাপত্তা বাহিনী আলওয়ানিকে আটকের চেষ্টা করলে আলওয়ানির দেহরক্ষী, পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা গুলি বিনিময় ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

নিহতদের মধ্যে তিনজনই আলওয়ানির দেহরক্ষী এবং অপর দুই জন তার ভাই ও বোন।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর