thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণ সুদানে যুদ্ধ বিরতির চাপ বাড়ানো হচ্ছে

২০১৩ ডিসেম্বর ২৯ ১৫:৫৫:৪০
দক্ষিণ সুদানে যুদ্ধ বিরতির চাপ বাড়ানো হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ এড়াতে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। খবর : আল জাজিরার।

শনিবার ২৫ হাজার সদস্যের একটি বিদ্রোহী বাহিনী সরকারবিরোধী যুদ্ধে যোগদানের ঘোষণা দেওয়ার পর এ চাপ আরো বৃদ্ধি পেয়েছে।

পূর্ব আফ্রিকা ও হর্ন অব আফ্রিকার শান্তি আলোচকরা বিরোধী নেতা রিক মেকারের সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ও প্রেসিডেন্ট সালভা কিরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা শুরু করার সময় বেঁধে দিয়েছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে শনিবারেই যুদ্ধ বিরতি দিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেকার এখনও কোনো যুদ্ধ বিরতিতে রাজি হচ্ছেন না।

এদিকে মেকার সমর্থিত ২৫ হাজার সদস্যের একটি তরুণ বাহিনী বর শহরের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে হালকা অস্ত্র ও মেশিনগান রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

তবে মেকারের এক মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি ওই ২৫ হাজার সেনা তাদের নিয়মিত বাহিনীর অংশ এবং তারা প্রথম থেকেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর