thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৭.০৫%

২০১৩ ডিসেম্বর ২৯ ১৬:৩৪:১৩
বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৭.০৫%

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদেশে ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৫ জন। উত্তীর্ণ হয়েছে ৪৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন। গত বছর বিদেশ কেন্দ্র পাসের হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৭ জন।

বিদেশের ৭টি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল।

সচিবালয়ে রবিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল কেন্দ্রের ফল স্থগিত আছে। কারণ খাতাগুলো সেখান থেকে এনে দেখার পর ফল প্রকাশ করা হয়। তবে ত্রিপোলী কেন্দ্রের খাতাগুলো এখনো আমরা পাইনি।শিগগিরই এ কেন্দ্রের ফল প্রকাশ করা হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর