thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাশিয়ায় রেলস্টেশনে বোমা হামলায় নিহত ১৮

২০১৩ ডিসেম্বর ২৯ ১৭:২৩:৩৯
রাশিয়ায় রেলস্টেশনে বোমা হামলায় নিহত ১৮

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার ভলগোগ্রাদের এক শহরের রেলস্টেশনে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। নারী আত্মঘাতী দলের সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির জাতীয় সন্ত্রাস নির্মূল কমিটি। খবর সিএনএন ও আলজাজিরার।

রাজ্য মুখ্যমন্ত্রীর মুখপাত্র সভেতলানা স্মোলায়ানিনোভা জানান, রবিবার দুপুর পৌনে ১টার দিকে রেলস্টেশনে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

এদিকে সরকারি তদন্ত কমিটির এক মুখপাত্র ১৩ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো দল স্বীকার না করলেও নারী আত্মঘাতী সদস্যদের দিকেই আঙ্গুল তুলেছে সন্ত্রাস নির্মূল কমিটি।

এর আগে গত অক্টোবরে ভলগোগ্রাদে নারী আত্মঘাতী দলের সদস্যদের চালানো বোমা হামলায় ছয়জন নিহত হয়েছিল।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর