thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

কায়রোতে ইসলামপন্থি ও পুলিশের সংঘর্ষে এক ছাত্র নিহত

২০১৩ ডিসেম্বর ২৯ ১৭:২৯:৩৫
কায়রোতে ইসলামপন্থি ও পুলিশের সংঘর্ষে এক ছাত্র নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার মুসলিম ব্রাদারহুড ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। এ সময় শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবর রয়র্টাসের।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, খালেদ আল হাদ্দাদ নামের ওই ছাত্র মুরসির ক্ষমতাচ্যুতির পর ইসলামী আন্দোলনে নিয়মিত অংশগ্রহণ করে আসছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরামে বলা হয়েছে, শনিবার ব্রাদারহুড সমর্থনকারী শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের পরীক্ষা হলে যেতে বাধা দিলে পুলিশ সেখানে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল আহরাম জানায়, পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।

এ সময় পেট্রলবোমা ও হাতে তৈরি অস্ত্র বহন করার অভিযোগ এনে পুলিশ ১০১ জন শিক্ষার্থীকে আটক করে।

গত সপ্তাহে দেশটির সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর মিশরজুড়ে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত হয়। এ সকল সংঘর্ষে এ পর্যন্ত বেশ কিছু ব্রাদারহুড সমর্থক নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর