thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রথম ফাইনালিস্ট প্রাইম ব্যাংক

২০১৩ ডিসেম্বর ২৯ ১৭:৫৬:০৬
প্রথম ফাইনালিস্ট প্রাইম ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টে সবার আগে ফাইনালে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের দল আবাহনীকে ১৬ রানে হারিয়েছে। এনামুল হক বিজয় ৬৯ রান করে ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছেন।

রবিবার দুপুর ১২টায় খেলা শুরু হয়েছে। অবরোধ শঙ্কার বিন্দুমাত্র আঁচ পড়েনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টসে জিতে আবাহনী প্রাইম ব্যাংককে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে। সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে তারা। এনামুলের ৬৯ রানের দৃষ্টিনন্দন ইনিংসে দাঁড়িয়ে ১৭৫ রান করেছে প্রাইম ব্যাংক।

এ ছাড়া সাব্বির রুম্মন ও সাকিব ঝটপট যথাক্রমে ২৬ ও ২৫ রান তুলে নিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও নাবিল সামাদ ২টি করে উইকেট তুলে নিয়েছেন। মুশফিকুর রহিম এই ম্যাচেও খেলতে পারেননি।

জবাব দিতে নেমে আবাহনী ব্যাটসম্যানদের বিপাকে পড়তে হয়েছে একাধিক বোলারদের কবলে পড়ে। প্রাইম ব্যাংকের ৮ বোলারে তালগোল পাকিয়ে ফেলেছেন আবাহনীর বোলাররা। ফলে আবাহনী ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে নাজমুল মিলন অপরাজিত ৪৬ রান করেছেন। সাকিব, সোহাগ, তাইজুল, সাব্বির ১টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচে নামার আগেই আবাহনী ছিটকে পড়েছিল শিরোপা লড়াই থেকে। আর প্রাইম ব্যাংকের সামনে জিতলেই ফাইনালের সুযোগ ছিল অবারিত। এই আসরের ফাইনাল ৩১ ডিসেম্বর। আবাহনীকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক : ১৭৫/৬; ২০ ওভার (এনামুল ৬৯, সাব্বির ২৬, সাকিব ২৫; মাহমুদউল্লাহ ২/২০)।

আবাহনী : ১৫৯/৫; ২০ ওভার (মিলন ৪৬*, সোহরাওয়ার্দী ৩৫, মাহমুদউল্লাহ ২০; সাব্বির ১/৩)।

ফল : প্রাইম ব্যাংক ১৬ রানে জয়ী।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর