thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জেএসসিতে ভিকারুননিসা প্রথম, মতিঝিল আইডিয়াল দ্বিতীয়

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:০০:৩৬
জেএসসিতে ভিকারুননিসা প্রথম, মতিঝিল আইডিয়াল দ্বিতীয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থান অর্জন করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৮শ ৮৯জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪শ ৫৭জন শিক্ষার্থী। পাস করেছে ১৮শ ৮৮জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ। একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পারায় শতভাগ পাসের সুযোগ থেকে বঞ্চিত হয় প্রতিষ্ঠানটি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষার্থীদের ফলাফলে আমরা খুবই আনন্দিত। গতবছর আমরা দ্বিতীয় স্থানে ছিলাম, এবার প্রথম হয়েছি। এ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টার কারণেই সম্ভব হয়েছে।’

এ স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিনারা আহমেদ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করে দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের ফলাফল খুবই ভাল হয়েছে। হরতাল-অবরোধের কারণে পরীক্ষা বার বার পেছানোর ফলে আমাদের মাঝে এক ধরনের চাপ তৈরি হয়েছিল। তারপরও ফলাফল ভাল হয়েছে। বাবা, মা ও শিক্ষকদের সাহায্যের জন্যই আমি জিপিএ-৫ পেয়েছি।’

লাকি চৌধরী নামের জিপিএ-৫ পাওয়া অপর এক শিক্ষার্থীর অভিভাবক দ্য রিপোর্টকে বলেন, ‘মেয়ের ফলাফলে আমি আনন্দিত। রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষা শেষ হওয়া নিয়ে আমরা দুঃচিন্তায় ছিলাম। তবে পরীক্ষার ফলাফলে সব আশঙ্কা দূর হয়ে গেছে।’

এদিকে দ্বিতীয় স্থান অর্জন করা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩শ ২০জন। ১৩শ ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩শ ৮২জন। এ স্কুলেও একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি। পাসের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম দ্য রিপোর্টকে বলেন, ‘গতবছর ৫ম স্থানে থাকলেও এবার আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। সবার আন্তরিকতার ও সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তবে এর কৃতিত্ব আমি শিক্ষার্থীদের দিতে চাই।’

ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় জানিয়ে জিপিএ-৫ পাওয়া মো. সাজ্জাদ দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের ফলাফল খুব ভাল হয়েছে। তবে আজ সব বন্ধুরা স্কুলে আসতে না পারায় আমরা একসঙ্গে আনন্দ করতে পারিনি।’

এদিকে ৪র্থ স্থান অর্জন করেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ, ৫ম স্থানে কুমিল্লা জিলা স্কুল, ৬ষ্ঠ স্থানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ৭ম স্থানে ঢাকার মোহাম্মপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক স্কুল, ৮ম স্থানে চট্টগ্রামের খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৯ম স্থানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ১০ স্থান অর্জন করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

বোর্ডগুলোতে শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে পাঁচটি মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার পাসের হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর