thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অস্থিরতার প্রভাব ক্রীড়াঙ্গনেও

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:০৮:০২
অস্থিরতার প্রভাব ক্রীড়াঙ্গনেও

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিরোধী জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ফাঁদে পড়ে পিছিয়ে গেছে বিভিন্ন প্রতিযোগিতার নির্ধারিত ম্যাচ। খেলোয়াড়ের অভাবে অনুশীলন ক্যাম্প চালাতেও হিমশিম খেয়েছেন কর্মকর্তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের খেলা থাকলেও তা আপাতত ২ দিন পিছিয়ে দেয়া হয়েছে। আর খেলোয়াড়ের অভাবে হকির এশিয়ান গেমসের বাছাইপর্বের অনুশীলন ক্যাম্প ঠিক মতো করতে পারছে না হকি ফেডারশন। রাজনৈতিক কর্মসূচির জন্য ঢাকার বাইরের খেলোয়াড়রা যোগ দিতে পারছেন না ক্যাম্পে। তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের হোস্টেলে থাকা খেলোয়াড়দের নিয়েই অনুশীলনের পাঠ চুকিয়েছেন কোচরা।

ররিবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ দ্য রিপোর্টকে বলেন, ‘এমন অস্থিরতার মধ্যে ক্যাম্প চালানো সম্ভব নয়। খুব শিগগিরই একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে বলে আমরা আশা করছি। বাইরের খেলোয়াড়রা ঢাকায় আসতে ভয় পাচ্ছে। তাদের নিরাপত্তার কথাও তো আমাদের ভাবতে হবে। তাই ঢাকার বাইরের খেলোয়াড়দের খুব বেশি জোরও দিতে পারছি না। তারপরও চেষ্টা করছি হোস্টেলে অবস্থানরত খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে নিতে।’

অনির্দিষ্ট কারণ-টারণ যাই বলা হোক; আসলে নিরাপত্তার কথা চিন্তা করেই পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। একই কারণে পিছিয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘লিগের খেলা চালাতে গেলে খেলোয়াড় ও দর্শক সবার নিরাপত্তার কথা আমাদের ভাবতে হয়। ররিবারের খেলা নিয়ে আমরা পুলিশের সহযোগিতা চাইলেও তারা অপারগতা প্রকাশ করেছেন। তাই লিগের খেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। একই কারণে পেছানো হয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। পরিস্থিতি স্বাভাবিক না হলে আবারো পিছানো হতে পারে লিগের খেলা।’

ব্যতিক্রম ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এখানে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের ২টি ম্যাচ। প্রথম ম্যাচে আবাহনীর-প্রাইম ব্যাংক এবং দ্বিতীয় ম্যাচে মোহামেডান-উসিবি বিসিবি একাদশ মুখোমুখি হয়েছে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এএস/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর