thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:২৩:৫১
ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিগত দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। তবে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা বিগত দু’মাস বা ৪৪ কার্যদিবসের মধ্যে সর্বনিন্ম। এর আগে গত ২৭ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ২৪৯ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার দিনের শুরু থেকে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করলেও দুপুর দেড়টার পর ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসে। দিনের বাকি সময় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে। দিনশেষে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বাড়ে।

(দ্য রিপোর্ট/এইচকে/এস/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর