thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

রাজনৈতিক অস্থিরতায়ও বেড়েছে দাতাদের অর্থছাড়

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:৩২:১৭
রাজনৈতিক অস্থিরতায়ও বেড়েছে দাতাদের অর্থছাড়

জোসনা জামান, দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দাতাদের অর্থছাড়ের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) অর্থছাড় হয়েছে ৯৮ কোটি ৭৩ লাখ ৪ হাজার মার্কিন ডলার। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৯৬ কোটি ৯২ লাখ ৬ হাজার মার্কিন ডলার।

পর্যালোচনা করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় অর্থছাড় বেড়েছে এক কোটি ৮০ লাখ ৮ হাজার মার্কিন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

চলতি অর্থবছরের পাঁচ মাসে মোট ছাড়কৃত ৯৮ কোটি ৭৩ লাখ ৪ হাজার মার্কিন ডলারের মধ্যে ঋণ ৭৪ কোটি ৭০ লাখ ২ হাজার ও অনুদান ২৪ কোটি ৬৬ লাখ ২ হাজার মার্কিন ডলার।

অর্থনেতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান রবিবার দুপুরে এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, আগামীতে অর্থছাড় আরও বাড়বে। এটি নির্ভর করছে প্রকল্প বাস্তবায়নের ওপর। আশা করছি রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নতি হলে প্রকল্প বাস্তবায়নও বাড়বে। সেই সঙ্গে বাড়বে অর্থছাড়ও। এ ছাড়া বড় কোনো প্রকল্প যেমন পিইডিপি-৩ প্রকল্পের এক কিস্তির অর্থছাড় হলেই ছাড়ের পরিমাণ অনেক বেড়ে যাবে।

অন্যদিকে, দাতাদের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি গত অর্থবছরের চেয়ে কম হয়েছে। চলতি অর্থবছরে পাঁচ মাসে প্রতিশ্রুতি এসেছে ১৪৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১২৬ কোটি ২৫ লাখ ও অনুদান ১৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছর একই সময়ে প্রতিশ্রুতির এ হার ছিল ১৮৪ কোটি ৫১ লাখ ৩ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ছিল ১৪৯ কোটি ৫৮ লাখ ১ হাজার ও অনুদান ৩৪ কোটি ৯৩ লাখ ২ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের পাঁচ মাসে বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণও। এ সময় দাতাদের ৪০ কোটি ৩৯ লাখ ৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর মধ্যে আসল ৩২ কোটি ৯৫ লাখ ও সুদ ৭ কোটি ৪৪ লাখ ৭ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধের পরিমাণ ছিল ৩৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আসল ৩১ কোটি ৫৫ লাখ ৬ হাজার মার্কিন ডলার আর সুদ ৭ কোটি ৮৯ লাখ ৪ হাজার মার্কিন ডলার।

দাতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঋণছাড়ের পরিমাণ ২৮ কোটি ৭১ লাখ ৭ হাজার ও অনুদান ৫ কোটি ৫০ লাখ ৯ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অর্থছাড় হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৪৩ কোটি ২০ লাখ ও অনুদান ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

(দ্য রিপোর্ট/জেজে/এমএআর/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর