thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন গ্রহণযোগ্য হবে না : লিংকন

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:৫৫:৪৮
নির্বাচন গ্রহণযোগ্য হবে না : লিংকন

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেছেন, ‘এরশাদকে আটক রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। অবাধ নির্বাচনের কথা বলে সরকার একদিকে এরশাদকে আটক করে রেখেছে, অন্যদিকে বিরোধী দলের কর্মসূচিতে নিজস্ব বাহিনী ও পুলিশ-র‌্যাব লেলিয়ে দিয়ে দেশটাকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।’

কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

লিংকন বলেন, ‘সরকারের এমন ঘৃণিত কাজ এরশাদ মেনে নিতে পারেন না বিধায় এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। যার কারণে তাকে রাতের আঁধারে অসুস্থ সাজিয়ে আটক করা হয়।’

তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা যে তাণ্ডব চালালো তা দেশের কোনো বিবেকমান মানুষ মেনে নিতে পারে না। অথচ পুলিশের সামনেই তা ঘটল। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, আবুল শিকদার, মোস্তফা কামাল, তসলিম উদ্দিন সাগর প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এসকে/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর