thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আন্তর্জাতিক টোয়েন্টি২০’র অভিজ্ঞতা চান সাকিব

২০১৩ ডিসেম্বর ২৯ ১৯:৩৭:২৯
আন্তর্জাতিক টোয়েন্টি২০’র অভিজ্ঞতা চান সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রতিটি দলের মধ্যেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এরপরও টুর্নামেন্টে খেলে আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

আবাহনীর বিপক্ষে নিজ দল প্রাইম ব্যাংক জেতার পর সাকিব বলেছেন, ‘ম্যাচ খেললে আসলে অভিজ্ঞতা হয় সত্যি কথা। তবে অন্য দলের সঙ্গে খেলতে পারলে ভালো হয়। ঘরোয়া ক্রিকেট তো খেলছি। ঘরোয়া ক্রিকেটে একটা দলকে আপনি সারা বছরই খেলান, একটু অনুশীলন হবে, আইডিয়া হবে। কিন্তু আন্তর্জাতিক টোয়েন্টি২০ খেলার যে অভিজ্ঞতা তা কখনোই আসবে না।’

টুর্নামেন্টে প্রাইম ব্যাংক সবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। সাকিব এ নিয়ে বলেছেন, ‘পুরো টুর্নামেন্ট আমার কাছে মনে হয়েছে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ইনফ্যাক্ট শনিবারের ম্যাচটাও যদি ডিফেক্টর না থাকতো আমার কাছে মনে হয় খুব ভালোভাবে জিততে পারতাম। ওভারঅল ভালো ক্রিকেট খেলেছি। একটা ম্যাচ বাকি আছে। আসলে ওভাবে চিন্তা করার কিছু নেই। যেভাবে খেলছি এটা কনটিনিউ করলে আমার মনে হয় ভালো হবে সবার জন্যে।’

টুর্নামেন্ট বিষয়ে সাকিব বলেছেন, ‘টুর্নামেন্টটা ভালো হয়ছে। ওভারঅল সব ম্যাচই খুব ভালো হয়ছে। ৪টা টিম হওয়াতে কি সব ভালো খেলোয়াড় খেলছে এখানে। কঠিন প্রতিযোগিতা ছিল। সেখানে ভালো খেলতে পারাটা আসলে একটা বিষয়।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর