thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

তামিমের শতকে ফাইনালে ইউসিবি

২০১৩ ডিসেম্বর ২৯ ২০:২৮:৪৪
তামিমের শতকে ফাইনালে ইউসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম ম্যাচে আবাহনীকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে প্রাইম ব্যাংক। পরের ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে (১৩০) মোহামেডানকে ২৯ রানে হারিয়ে বিজয় দিবস টোয়েন্টি২০’র ফাইনালে জায়গা করে নিয়েছে ইউসিবি। মঙ্গলবার সাকিবের দল প্রাইম ব্যাংক ও তামিমের দল ইউসিবির মধ্যকার ফাইনাল ম্যাচ হবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মোহামেডান। প্রাইম ব্যাংক ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেই খেলেছে। ৬৪ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১৩০ রান করে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। তার অনবদ্য সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছে ইউসিবি। মো. মিঠুনের ব্যাট থেকে এসেছে ৪১ রান। দেওয়ান সাব্বির ২ উইকেট নিয়েছেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো জবাব দেওয়ার চেষ্টা করেছে মোহামেডান। কিন্তু ১৮.৪ ওভার পর্যন্ত খেলতে পেরেছে দলটি। ১৮৮ রানেই গুটিয়ে গেছে তারা। জহুরুল ইসলাম অমি একাই ৮০ রান করেছেন। জুনায়েদ সিদ্দিকী ৩৬ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর :

ইউসিবি ইনিংস: ২১৭/৪; ২০ ওভার (তামিম ১৩০, মিঠুন ৪১; সাব্বির ২/৫৩)।

মোহামেডান: ১৮৮/১০; ১৮.৪ ওভার (জহুরুল ৮০, জুনায়েদ ৩৬; মুক্তার ৩/২৯)।

ফল : ইউসিবি ২৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : তামিম ইকবাল (ইউসিবি)।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর