thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ উপেক্ষা হজ্ব ফাইন্যান্সের

২০১৩ ডিসেম্বর ২৯ ২১:৪৮:৪৯
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ উপেক্ষা হজ্ব ফাইন্যান্সের

আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধিত মূলধন ১০০ কোটিতে উন্নীত করতে পারছে না হজ্ব ফাইন্যান্স। সম্প্রতি এক চিঠির মাধ্যমে এই সময়সীমা বাড়াতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য একটি সূত্র দ্য রিপোর্টকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে হজ্ব ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা বাড়ানোর নির্দেশনা প্রদান করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই সময়ের মধ্যে পরিশোধিত মূলধন বাড়ানো সম্ভব নয় এই মর্মে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাল্টা এক চিঠিতে এই সময়সীমা ৩০ জুন ২০১৪ সাল পর্যন্ত বৃদ্ধি করতে আাবেদন করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, হজ্ব ফাইন্যান্সকে পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সময়সীমা বাড়াতে তাদের আবেদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফুল করিমের সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হজ্ব ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আসিফুল করিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৩ সালের মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে। এই লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর ২০১৩ তারিখে আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন ২০১৪ সালের মধ্যে পরিশোধিত মূলধন ১০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে পরিশোধিত মূলধন বাড়ানোর সময়সীমা আগামী ৩০ জুন ২০১৪ সাল পর্যন্ত বৃদ্ধি করার আবেদন করেছি।

প্রসঙ্গত, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ৬ সেপ্টেম্বর ২০০৬ সালে লাইসেন্স পায় হজ্ব ফাইন্যান্স। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা।

মালয়েশিয়ান পিলগ্রিমস ফান্ড ও ম্যানেজম্যান্ট ইনস্টিটিউশনের আদলে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। যৌথ অংশীদারিত্বের এই প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ারের মালিক ঢাকা আহসানিয়া মিশন হাসপাতাল এবং গ্লোবাল হজ্ব অ্যান্ড ওমরাহ ইন্টারন্যাশানাল কর্পোরেশন ৪৯ শতাংশ।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচএসএম/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর