thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মারা গেলেন আব্দুল জব্বারের স্ত্রী

২০১৩ ডিসেম্বর ২৯ ২২:১৪:০৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী আব্দুল জব্বারের স্ত্রী রোকেয়া জব্বার(৪০)। আত্মহত্যার চেষ্টার তিনদিন পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশঙ্কর পাল জানান, তার শরীরের ৪০ ভাগ পুড়ে গিয়েছিল। অবশ্য, এ ব্যাপারে সংগীতশিল্পী আব্দুল জব্বার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

২৬ ডিসেম্বর রাতে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় নিজ বাসায় আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।তাৎক্ষণিক আব্দুল জব্বার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।তিনি রামপুরা বনশ্রী এলাকার ৪ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির ছয়তলা ভবনের নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন। রোকেয়া জব্বারের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরারচর গ্রামে।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এপি/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর