thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাঁথিয়ায় ট্রাক উল্টে নিহত ৩

২০১৩ ডিসেম্বর ৩০ ১০:৩৭:৪৭
সাঁথিয়ায় ট্রাক উল্টে নিহত ৩

পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারীতে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, সাঁথিয়া থেকে আতাইকুলা যাওয়ার পথে একটি ট্রাক বোয়ালমারী বাজার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিযে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের চালক-হেলপারসহ তিনজন নিহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার শালাইপুর গ্রামের শাহ আলম (৩৪) ও নবীর উদ্দিন (৪৮)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর