thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

দক্ষিণ সুদানে সংঘাত, ঝুঁকিতে শিশুরা

২০১৩ ডিসেম্বর ৩০ ১০:৪৮:১৯
দক্ষিণ সুদানে সংঘাত, ঝুঁকিতে শিশুরা

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে চলমান সংঘাতে হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আশঙ্কা করছে সেভ দ্য চিলড্রেন।

লন্ডনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, দেশটির বিচ্ছিন্ন এলাকাগুলোতে অনেক শিশু পরিবার-পরিজন ছাড়া বেঁচে থাকার লড়াই চলিয়ে যাচ্ছে।

এসব শিশুদের অনেকেই তাদের বাবা-মাকে হত্যা করতে দেখেছে, তাদের বাড়িঘর লুটপাট ধ্বংস হতে দেখেছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

দক্ষিণ সুদানে দুই সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর এক লাখ ২১ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এর ফলে অনেক পরিবারের সদস্যরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, অনেকেই জাতিসংঘের কম্পাউন্ডে কিংবা নিরাপদ এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। অন্যদিকে সংঘাতপূর্ণ এলাকাগুলো শিশুসহ অনেকেই আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের অনেকেই দূষিত পানি পর্যন্ত পান করতে বাধ্য হচ্ছে।

এ ব্যাপারে সেভ দ্য সিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ফিউনা ম্যাকসেলি বলেন, ‘দেশটির কয়েকটি এলাকায় সংঘাত তীব্র হওয়ার, আমরা সেখানে যেতে পারছি না। অথচ সেখানে শিশুদের সাহায্য দরকার।’

নুয়ের সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বিদ্রোহীরা ক্ষমতা দখলের জন্য দিনকা সম্প্রদায়ের প্রেসিডেন্ট সালভা কিরের ওপর হামলা চালালে এ সংঘাত শুরু হয়।

সরকার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেই সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।

পূর্ব আফ্রিকার নেতারা সংঘাত শেষ করার ব্যাপারে একটি সমাধানে আসার জন্য উভয় পক্ষকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

এ সংঘাত এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর