thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরিয়ায় বিমান ঘাঁটিতে সংঘর্ষে নিহত ১৯

২০১৩ ডিসেম্বর ৩০ ১১:০৫:৫৭
সিরিয়ায় বিমান ঘাঁটিতে সংঘর্ষে নিহত ১৯

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার দেইর এজ্জোর সামরিক বিমান ঘাঁটি দখলের সময় সংঘাতে রবিবার কমপক্ষে ১৯ জন বিদ্রোহী নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্যটি জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায়, ওই এলাকায় কর্মরত বিভিন্ন মানবাধিকার কর্মী ও হাসপাতাল সূত্রের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন।

সংস্থাটি আরো জানায়, তিনদিন ধরে ওই বিমান ঘাঁটি দখলের জন্য বিদ্রোহী ও ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সমর্থনপ্রাপ্ত আঞ্চলিক সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

এদিকে, বিদ্রোহীরা বিমানবন্দর থেকে কয়েক মিটার দূরে আল-জাফরা গ্রামের দখল নিয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর