thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বগুড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

২০১৩ ডিসেম্বর ৩০ ১১:৪৬:৫৮
বগুড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

বগুড়া সংবাদদাতা : বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচিতে বগুড়ার মাঠে কোনো তৎপরতা নেই ১৮ দলের নেতাকর্মীদের। সোমবার শহরের থেকে ট্রেন ও আন্তঃজেলা যানচলাচল স্বাভাবিক আছে। শহরের সাবগ্রাম এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা ঢাকায় থাকায় বগুড়ায় নেতাকর্মীদের তৎপরতা নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-বিজিবির পাশাপাশি ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহ আলম দ্য রিপোর্টকে বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে সব নেতাকর্মী ঢাকায় অবস্থান করায় বগুড়ায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কম। ফলে কর্মসূচি জোরালোভাবে করতে পারছেন না।’

বগুড়া রেলস্টেশন মাস্টার বেলাল হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘সব ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে দুটি ট্রেন বগুড়া থেকে সান্তাহার ও লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে গেছে।’

বগুড়া সদর থানার ওসি এএইচএম ফয়জুর রহমান দ্য রিপোর্টকে জানান, শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। ১৮ দলীয় নেতাকর্মীদের কোনো তৎপরতা নেই। সাবগ্রাম এলাকায় সকালে দুটি ট্রাক ভাঙচুর এবং জামিলনগরে জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে সেখানে পুলিশ পৌঁছিলে তারা পালিয়ে যায়।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম দ্য রিপোর্টকে বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় আছে। আর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-বিজিবির পাশাপাশি ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর