thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাতক্ষীরায় মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ৩০ ১১:৫৮:৫৬
সাতক্ষীরায় মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী থেকে লিয়াকত আলী নামের এক গরুর রাখালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিকড়ী গ্রামের আলাউদ্দীন আলীর জামাতা। সোমবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

কুশখালী ইউপি চেয়ারম্যান রায়হান বিশ্বাস জানান, গরু রাখাল লিয়াকাত তার শ্বশুরবাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইলে। রবিবার সন্ধ্যায় তিনি কদমতলা থেকে ট্রাকে শিকড়ী গ্রামে আসেন। এরপর সোমবার সকালে স্থানীয় শিকড়ী রাস্তার পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ভিন্ন জেলার লোক হিসেবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর