thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

লেবাননের সেনাবাহিনীকে অনুদান দেবে সৌদি আরব

২০১৩ ডিসেম্বর ৩০ ১২:৪৯:৩৭
লেবাননের সেনাবাহিনীকে অনুদান দেবে সৌদি আরব

দ্য রিপোর্ট ডেস্ক: লেবাননের সেনাবাহিনীকে তিনশ’ কোটি মার্কিন ডলার অনুদান দেবে সৌদি আরব। খবর বিবিসির।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলেইমান দেশটির সুন্নি মুসলিম নেতা মোহাম্মদ চাতাহর শেষকৃত্য অনুষ্ঠানের পর টেলিভিশনে আর্থিক সহায়তা পাওয়ার ঘোষণা দেন। এই অর্থ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘সৌদি আরবের রাজা লেবাননের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য তিনশ’ কোটি মার্কিন ডলার সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন।’

এ সময় সুলেইমান বলেন, ‘লেবাননের ইতিহাসে পাওয়া এটাই সবচেয়ে বড় সহায়তা।’ ফ্রান্স থেকে অস্ত্র কেনার কাজে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান তিনি।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ রবিবার সৌদি আরব সফরকালে জানান, তার দেশ লেবাননের যে কোনো অস্ত্রের চাহিদা পূরণ করতে প্রস্তুত।

সৌদি আরব লেবাননের পশ্চিমাপন্থী সুন্নি সংগঠনের সমর্থক। মোহাম্মদ চাতাহ এ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন।

অন্যদিকে, দেশটির শিয়া ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক।

সিরিয়া যুদ্ধের পর থেকেই দেশটিতে শিয়া-সুন্নি দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর