thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

রাশিয়ায় এবার ট্রলিবাসে বোমা হামলা, নিহত ১০

২০১৩ ডিসেম্বর ৩০ ১২:৫৬:০৩
রাশিয়ায় এবার ট্রলিবাসে বোমা হামলা, নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার ভলগোগ্রাদ শহরে একটি ট্রলিবাসে বোম হামলায় ১০ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ডজারঝিনস্কি জেলায় এক বাজারের কাছে সোমবার স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

ভলগোগ্রাদ শহরের রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হওয়ার মাত্র একদিন পর এ হামলার ঘটনা ঘটলো।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ঘটনাকে সন্ত্রাসবাদ আইনের আওয়ায় বিবেচনা করা হচ্ছে বলে দেশটির তদন্ত কমিটির মুখপাত্র জানিয়েছেন।

এ ঘটনার পর রাশিয়াজুড়ে রেলস্টেশন ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাশিয়ার সচি শহরে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিককে সামনে রেখে দেশটিতে উগ্রবাদী দলগুলো তৎপর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির অস্থিরতাপূর্ণ উত্তর ককেশাসের কাছেই অলিম্পিকের ভেন্যু অবস্থিত।

ভলগোগ্রাদ রাজধানী মস্কো থেকে নয়শ’ কিলোমিটার দক্ষিণে, উত্তর ককেশাস থেকে ৬৫০ কিলোমিটার উত্তরে ও সচি থেকে সাতশ’ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর