thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

ভিআইপি কালচারের বিরুদ্ধে কেজরিওয়ালের যুদ্ধ ঘোষণা

২০১৩ ডিসেম্বর ৩০ ১৩:৪৪:১২
ভিআইপি কালচারের বিরুদ্ধে কেজরিওয়ালের যুদ্ধ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রীসভা দিল্লির ‘ভিআইপি কালচার’ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সোমবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, কোনো সরকারি কর্মকর্তারাই এখন থেকে তাদের গাড়িতে ভিআইপি চিহ্ন ‘লাল বাতি’ ব্যবহার করতে পারবেন না। এই লাল বাতি ব্যবহারের ফলে যাতায়াতে বিশেষ সুবিধা পান দিল্লির রাজনীতিবিদরা।

এ ছাড়াও কেজরিওয়ালের মন্ত্রীসভার সদস্যরা সব ধরনের সরকারি নিরাপত্তা ও পরিবহন পরিহার করবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে ক্ষমতা গ্রহণের তৃতীয়দিন সোমবার নিজ কার্যালয়ে উপস্থিত হবেন না বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

পাশাপাশি মন্ত্রণালয়ের দরজা সাধারণ জনগণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা।

এছাড়াও জনগণের সমস্যা সম্পর্কে অবিহিত হওয়ার জন্য দিল্লি সচিবালয়ের লাউঞ্জে সাধারণ জনগণের সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর