thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শীর্ষে ফিরলো আর্সেনাল

২০১৩ ডিসেম্বর ৩০ ১৩:৪৯:১০
শীর্ষে ফিরলো আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক : আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরেছে আর্সেনাল। তারা ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। আর লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট তুলে নিয়েছে চেলসিও।

আগের দিন আর্সেলনাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এক দিনের বেশি এক নাম্বার স্থান নিজেদের দখলে রাখতে পারেনি দলটি। ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরই রয়েছে ম্যানসিটি।

নিজেদের মাঠে নিউক্যাসল সফরকারী আর্সেনালকে প্রথমার্ধে আটকে রাখতে সক্ষম হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের রক্ষণব্যুহ গুঁড়িয়ে দিয়ে গোল আদায় করেছে আর্সেনাল। ৬৫ মিনিটে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেছেন গিরোউদ।

এদিকে চেলসি ২-১ গোলে জিতেছে লিভারপুলের বিপক্ষে। চেলসির হয়ে গোল করেছেন হ্যাজার্ড ও স্যামুয়েল ইতো। যদিও খেলার ৩ মিনিটে পিছিয়ে পড়েছিল ব্লুজরা। গোল করেছিলেন স্কারটেল।

১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল।

(দ্য রিপোর্ট/সিজি/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর