thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

জানুয়ারিজুড়ে সঙ্গীত আয়োজন

২০১৩ ডিসেম্বর ৩০ ১৪:২০:৪৬
জানুয়ারিজুড়ে সঙ্গীত আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের গুলশান কার্যালয়ে প্রতি শুক্র ও শনিবার সাড়ে ছয়টায় বসে সঙ্গীতের আসর। আর এই আসরে টিকেট ছাড়াই গান শুনতে পারেন দর্শকশ্রোতারা। স্টুডিও অডিটোরিয়ামের আদলে গড়া এই মিলনায়তনে পুরো জানুয়ারিজুড়েই থাকছেন দেশি-ভিনদেশি সঙ্গীতের রথি-মহারথিরা। গুলশান-১ এর ২৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাড়িতে বসছে এই আসর। মাসব্যাপী অনুষ্ঠানের সূচিতে রয়েছে :

৩ জানয়ারি (শুক্রবার)- বাংলাদেশি ব্যান্ড ‘চিরকুট’

১০ জানুয়ারি (শুক্রবার)- বাংলাদেশি ব্যান্ড ‘শিরোনামহীন’

১১ জানুয়ারি (শনিবার)- ‘তানজীন তমা’র একক সঙ্গীত সন্ধ্যা

১৭ জানুয়ারি (শুক্রবার)- ‘আইয়ুব বাচ্চু’ও ‘এলআরবি’

১৮ জানুয়ারি (শনিবার)- ‘ইউসুফ খান’-এর সরোদ সন্ধ্যা

২৪ জানুয়ারি (শুক্রবার)- বালাদেশি ব্যান্ড ‘শূন্য’

২৫ জানুয়ারি (শনিবার)- ‘প্রিয়াংকা গোপ’-এর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

৩১ জানুয়ারি (শুক্রবার)- তবলা বাদন : ‘গৌতম কুমার সরকার’, ‘ইফতেখার আলম প্রধান’, ‘স্বরূপ হোসেন’ ও ‘জাকির হোসেন।’

(দ্য রিপোর্ট/ আইএফ/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর