thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মেহেরপুরে বোমা উদ্ধার

২০১৩ ডিসেম্বর ৩০ ১৪:৩৩:৫৪
মেহেরপুরে বোমা উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর শহরের ঘাটপাড়ার হামিদুলের বাড়ির পাশ থেকে একটি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বোমাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে সদর থানা চত্বরে বালতিভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানার এসআই আলী আকবর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসেন।

জানা গেছে, মেহেরপুর শহরের ঘাটপাড়ার হামিদুলের বাড়ির পাশে একটি বোমা দেখতে পেয়ে জনতা মেহেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টিম এসে বোমাটি উদ্ধার করে।

এসআই আকবর আলী দ্য রিপোর্টকে জানান, শহরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কেউ বোমাটি এখানে রাখতে পারে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর