thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দাবি

বিএনপির আইনজীবীরাই আদালতের পবিত্রতা নষ্ট করেছে

২০১৩ ডিসেম্বর ৩০ ১৪:৩২:০০
বিএনপির আইনজীবীরাই আদালতের পবিত্রতা নষ্ট করেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরাই বহিরাগতদের নিয়ে সুপ্রিম কোর্টে মিছিল ও তাণ্ডব চালিয়ে আদালতের পবিত্রতা নষ্ট করেছে বলে দাবি করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

আওয়ামী লীগ নয়, রবিবার বিএনপি-জামায়াতের আইনজীবীরাই সুপ্রিম কোর্টে তাণ্ডব চালিয়েছে বলে অভিমত তাদের।

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন ভবনের নিচে সোমবার দুপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার।

তিনি বলেন, আদালত অঙ্গণে বাইরের কিছু নামধারী আইনজীবী ও সন্ত্রাসীদের নিয়ে মিছিল ও তাণ্ডব চালানো হয়েছে। আদালতের পবিত্রতা নষ্ট করে এভাবে আর কোনো মিছিল-মিটিং চলতে দেওয়া হবে না। বাংলাদেশ আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দেশের সকল আইনজীবীদের নিয়ে পরবর্তীতে এ সব তাণ্ডবের মোকাবেলা করবে বলেও জানানো হয়।

সুপ্রিম কোর্টে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চলছে মন্তব্য করে বঙ্গবন্ধু পরিষদের এ নেতা বলেন, আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে আদালত অঙ্গণে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না।

সমাবেশে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আলম বুদু, আজহারুল্লাহ ভূঁইয়া, মোতাহের হোসেন সাজু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর