thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মেহেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত এক

২০১৩ ডিসেম্বর ৩০ ১৫:০২:০১
মেহেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত এক

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর বাসস্ট্যান্ডের একটি দোকানে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে ঝলসে গেছে বোমার কারিগর ফিরোজের হাতের কব্জি। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেরপুর বাসস্ট্যান্ডের নাহিদের ভলকানাইজিংয়ের দোকানের কর্মচারী বামনপাড়ার পিয়ারুলের ছেলে ফিরোজ সকাল ১১টার দিকে দোকানের ভেতরে বোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারে ফিরোজের বাম হাতের কব্জি ঝলসে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ জানায়, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করার জন্য বোমাটি সে বানাচ্ছিল। এ ঘটনায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মেহেরপুর সদর থানার এসআই কামাল দ্য রিপোর্টকে জানান, আহত ফিরোজকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর