thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চীনে পুলিশের গুলিতে নিহত ৮

২০১৩ ডিসেম্বর ৩০ ১৫:২১:২৭
চীনে পুলিশের গুলিতে নিহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর-পশ্চিম চীনের জিনজিয়ান প্রদেশে হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে কমপক্ষে ৮ দুর্বত্ত নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক সরকার।

সরকারি সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সোমবার যারকান্দ জেলার কাশগরের পুরাতন সিল্ক রোডের একটি পুলিশ স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালালে কমপক্ষে ৮ দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এতে বলা হয়, সকাল ৬টা ৩০ মিনিটে ছুরি হাতে ৯ জন দুর্বৃত্ত পুলিশ স্টেশনে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ স্টেশনে আগুন দেয়।

পুলিশ তাদেরকে প্রতিহত করতে গুলি চালালে ৮ জন নিহত হয় এবং একজনকে আটক করা হয়।

এদিকে এ মাসের শুরুতে কাশগরের নিকটে এক দাঙ্গায় ১৪ জন মারা গিয়েছিল যাদের মধ্যে দুই পুলিশ সদস্যও ছিলেন।

জিনজিয়াং প্রদেশের সাম্প্রতিক এসব সংঘর্ষের জন্য চীনের সরকার ওই অঞ্চলের মুসলিম জিহাদিদের দায়ী করছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর